ভালোবাসা মন ব্যথার গভীরে
সদাই মারে উঁকি
চোখের কাজলে কান্না লিখে
কেন নেবে ঝুঁকি!

সোহাগ নদী ছুটছে বেগে
প্রেমিক পাগলপারা
অশ্রু মুছে তাকিয়ে দেখো
ভালোবাসা পথহারা।

ব্যথার গভীরে লুকিয়ে আছে
কতো না অজানা কথা
দুটি হৃদয়ের উদাসী উঠোনে
জমছে সকল ব্যথা।

ওষ্ঠে বাজছে জলতরঙ্গ
দেবে কী এখন সাড়া
জোছনা আলোর রঙিন ভুবন
হৃদয়কে দেবেই নাড়া।

ভালোবাসার ঝর্ণা ধারায়
নতজানু হয় ভোর
বাসর জাগার সোহাগ প্লাবনে
খুলে দাও বাহুডোর।

      *****

রচনাকাল -
১১ই জুন ২০২৪