গ্রামের পথ বেঁকে গেছে গাছ গাছালির মধ্যে
চারিদিকে শুধুই সবুজ আর সবুজ
তারই মাঝখানে সোনালী ফসলের সংসার
বুক ভরে নিঃশ্বাস নেবার বাসস্থান।
বুকের মধ্যে যতো ব্যথা কষ্টের ইমারত
সব কিছুই দূর হয়ে যাবে এক নিমেষে
শহরের মানুষ বড্ড কষ্টে আছে
ওরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না কখনোই।
শহরের শরীর হয়ে যাচ্ছে বর্ণহীন -
ভোরের আলোর পথ ধরে মাঠে চলেছে কৃষকের দল
ওদের অসুখ নেই, উদয়াস্ত পরিশ্রম করে
হাসি মুখে দুঃখ যন্ত্রণা ভুলে যেতে শিখে গেছে ওরা।
*******
রচনাকাল -
১৯শে ডিসেম্বর ২০২৪