বিষণ্ণ মেঘের আড়ালে কোজাগরী চাঁদ -
মেঘ কেটে গেলে চাঁদ সংসার পাতবে এই মাটির উঠোনে
মাঠ ভরা সোনালী ধান হাওয়ায় হাসাহাসি করে।
বুকের ভিতর শুয়ে আছে মরা নদী -
পাকা ধানের গন্ধে জেগে উঠছে হৃদয়ের সরোবর
এখন অন্তত দু'বেলা দু'মুঠো মোটা চালের ভাত জুটবে।
ভীষণ দুঃসময় পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মানুষ
স্বপ্নের রোদ্দুর ভেঙে ভেঙে তৈরি হয় সোনালী আলোর নদী
রামধনু রঙ নিয়ে খেলা করে গরীবের সন্তান।
ভোরের শিশির কুয়াশার সাথে মিশে নতুন রঙের জন্ম হয়
সেই স্বপ্নের রঙের নাম নবান্ন উৎসব -
আতসবাজি রংমশাল ওরা চায় না
ভাঙা জ্যোৎস্নার আলোয় মাটিতে বসে পেট ভরে দু'মুঠো খেতে চায়।
******
রচনাকাল -
২৪ নভেম্বর ২০২৩