চিঠির ভাঁজে মনের কথা
লুকিয়ে রেখো না আর
চিলেকোঠার ভালোবাসা
নয়কো এমন ভার।
সুখের জমিন হৃদয়ে আছে
তবুও বন্ধ দোর
সোহাগের নদী গল্প বলে
কাটবে কী করে ঘোর!
একমুঠো সুখ বুকের পাঁজরে
স্বপ্নের ছবি আঁকে
নীল জোছনায় সোহাগ কাব্য
থাকে হৃদয়ের ফাঁকে।
ঠোঁটের হাসি থাক অমলিন
ভালোবাসা চির সত্য
দুটি হৃদয়ের সোহাগের ঘ্রাণ
হয় না কখনো ব্রাত্য।
সরষে ক্ষেতের হলুদ ভুবনে
প্রজাপতি মেলে ডানা
ভালোবাসা চায় লাজুক হাসি
চোখ দুটো টানাটানা।
*****
রচনাকাল -
১৭ই এপ্রিল ২০২৪