চোখের পাতা ঝলসে গেছে
কাজল পরে কী লাভ?
দিনের আলো সহ্য হয় না আর
আর্তনাদ করছে দু'চোখের মনি।

জোনাকির হাত ধরে ঘুরে বেড়াই সারা রাত
ওদের আলোয় মায়াবী ছন্দ আছে -
সোহাগের গল্প করি আধ মরা জোছনায়
রাত কেটে যায় ভোর পাখিদের কলতানে।

ফসিল শরীরে রক্তহীন উত্তাপ -
বসন্ত বাতাসে স্বপ্ন লিখি প্রতিদিন
কোকিলের কণ্ঠস্বরে যেন বেহাগের সুর
চোখের জল শুকিয়ে উপনদী হয়ে যায় বিষণ্ণ রোদ্দুরে।

কতোদিন ভেবেছি নকল পাতা লাগাব
কাজল পরে সাজবো পরীর মতো
ডানাহীন পরীরা উড়তে পারে না কখনও...

            *******

রচনাকাল -
৬ই মার্চ ২০২৪