ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে
নীল জ্যোৎস্না ক্ষয়ে ক্ষয়ে জন্ম নেয় অন্ধকার
একটা নারীর না বলা কাব্য কবিতা হয়ে যায়
আলো আঁধারি ঝোপের মাঝে ক্ষত বিক্ষত এক নারী।

অচেতন শরীরে জ্যোৎস্না খেলা করে
পাখির ডানায় অলীক অন্ধকার বাসা বাঁধছে
নারীর গোপন সুড়ঙ্গ দিয়ে হেঁটে যায় কাপুরুষের দল
রক্তাক্ত ক্ষত বিক্ষত নারীর সোহাগ ভূমি।

আস্তাকুঁড়ে খাবার কুড়িয়ে খায়
সোমত্ত যুবতী পাগলীটাকে আর কেউ দেখে নি
সোহাগ ভূমিতে সোহাগ নেই -
অত্যাচারের চিহ্ন সারা শরীর জুড়ে।

         *****

রচনাকাল -
১৪ই মে ২০২৪