পাখির ডানায় স্বপ্ন লিখে
দাও না তাকে ছেড়ে
হৃদয় জুড়ে খুশির আবেশ
কেউ নাও না কেড়ে।
আকাশ জুড়ে রামধনু রঙ
ঝরা পাতার গান
শীতের শরীর নলেন গুড়
মাঠে সোনার ধান।
জ্বালিয়ে আগুন শরীর গরম
শীতের আবাহন
শীতেই পাবে বরফি মোয়া
আসছে জাগরণ।
পরিয়াযী পাখি মেলছে ডানা
দূরের থেকে দূর
স্বপ্ন আছে ওদের বুকে
দূর নীলিমার সুর।
ভোরের শিশির ঘন কুয়াশা
নববর্ষের ভোর
চিড়িয়াখানা চড়ুইভাতি
লাগুক নতুন ঘোর।
******
রচনাকাল -
২৪শে ডিসেম্বর ২০২৪