খেজুর গাছের মিষ্টি রস
জুড়ায় সবার প্রাণ
নলেন গুড়ের মোয়া বরফি
এ যে প্রকৃতির মহা দান।

শীতেই পাবে নানান স্বাদের
সুস্বাদু সব মিষ্টি
বাংলা বাঙালি একাকার হয়
এটাই বাঙালির কৃষ্টি।

পায়েস পিঠা শীতেই মজা
নতুন ধানের ভাত
গরীব দুঃখী সবাই খাবে
কাটাবে সুখেতে রাত।

মা লক্ষ্মীর কৃপায় সবার
গোলাতে ভরবে ধান
নবান্ন উৎসবে মাতবে দেশ
ভুলে যাও অভিমান।

শীতের আমেজ গরম পোশাক
সাথে শীতের গুড়
চালের পিঠা মন্ডা মিঠাই
জিভ করে শুড়শুড়।

         *****

রচনাকাল  -
৫ নভেম্বর ২০২৩