টুপটাপ শিশির বিন্দু
পড়ছে ঘাসের বুকে
ছন্নছাড়া মানুষগুলো
থাকবে কেমনে সুখে।
উত্তুরে হাওয়া কাঁপন ধরায়
গরীব মানুষের গায়
শীতের পোশাক নেই যে তাদের
কে নেবে কার দায়!
জ্যোৎস্না আলো যায় হারিয়ে
আঁধার নিশুতু রাত
অসহায় চাঁদ ডুবেই গেছে
গরীবের নেই কী জাত!
অশ্রু মুছে থমকে দাঁড়ায়
ভোরের শীতল ঘাস
শীতের কাঁপন দেয় ভুলিয়ে
গরীব যে ক্রীতদাস।
কলতান করে ভোর পাখিরা
যেন সুখের হাট
সূর্য ওঠে পুব আকাশে
গরীবের আছে মাঠ।
******
রচনাকাল -
২৬ জানুয়ারী ২০২৪