জাঁকিয়ে শীত পড়ছে এবার
জেলার থেকে জেলা
জ্বালিয়ে আগুন শরীর গরম
হবে ম্যাজিক খেলা।

রঙিন ঘুড়ি উড়ছে আকাশে
বন্ধন হীন ঘোরা
পরীক্ষা শেষ নতুন বছর
উচ্ছাসে ভাসবো মোরা।

শীতের দিনে চিড়িয়াখানা
কিংবা জাদুঘর
চড়ুইভাতি নদীর ধারে
আছে সুখের চর।

বড়দিনের উৎসব হোক
বিশ্ব জুড়ে পালন
জাতি ধর্মের বিভেদ ভুলে
উৎসবে হবে মিলন।

মাঠে মাঠে সোনার ফসল
সব্বার হাসি মুখ
সারা জীবন কষ্টে কাটে
চাই একটুখানি সুখ।

       *****

রচনাকাল -
১৩ই ডিসেম্বর ২০২৪