সাগর পাহাড় দেখবো এবার
এসেছে শীতের দিন
হৃদয় জুড়ে খুশির আমেজ
নাচ্ছি তা ধিন ধিন।

শীতেই মজা ঘোরার পালা
পরীক্ষা সব শেষ
সাগর পাহাড় ভাসছে চোখে
রইবে তারই রেশ।

     *****