শিরোনাম - শিশিরের কলতান (অনুকাব্য)
===================

এসেছে শরৎ পুজোর পরশ
শিশিরের কলতান
কাশফুল হাসে দিগন্ত জুড়ে
হৃদয়ে আগমনী গান।

শিউলি ফুল সুগন্ধ ছড়ায়
শিশুদের হাসি মুখ
সারা বছরের কষ্ট ভুলে
পাও কটা দিন সুখ।

      ******


শিরোনাম - পুজোর কদিন (পঞ্চবান কাব্য)
===================

শরৎ ঋতু এসেছে নতুন সাজে
পুজোর কদিন ব্যস্ত মানুষ কাজে
কষ্ট ভুলে সবার হাসি মুখ
মায়ের কৃপায় সবাই পায় সুখ
দীন দুঃখীর মেটে যেন ভুখ।

     *******