বারুদ বারান্দায় বৃষ্টি নামে
হৃদয় তবুও উত্তাপ খোঁজে
জল জমছে মন জানালায়
ঘাসের বুকে লাফায় গঙ্গা ফড়িং –

বর্ষায় জলে ভেসে যায় শৈশব
তবুও খুঁজি পুতুল খেলার ঘর
ভালবাসাটা বৃষ্টি ভিজে হয়
বাড়ছে জল উঠোন পেরিয়ে বুক সমান।

বৃষ্টিতে ভিজছে শরীর সারা রাত
তোমার আঁচলে এতো বৃষ্টি ছিল জানতাম না
শ্রাবণের কবিতাও বৃষ্টি হয়ে যায়।

ভগ্ন শরীরে বৃষ্টিতে ভেজে কৃষক
তবুও ওরা ভিজতে ভিজতে জীবনের গান গায়
ফসলের অঙ্গীকার কাব্য হয়ে যায় নিজেদের অজান্তে।

          ******

রচনাকাল -
২৬শে জুলাই ২০২৪