পৃথিবীর সব অন্ধকার যাবে কেটে একদিন
রাতের গভীরে জন্ম হয় আলোকবর্তিকা
দু'মুঠো অন্ন খুঁজে খুঁজে বেড়ায় সারা জীবন
দুঃখকে স্বীকার করে নিতে শিখে গেছে মানুষ।

তবুও হাসে অভুক্ত মানুষ -
দিন দিন শুকিয়ে যাচ্ছে শরীরের ভুখা নদী
ভাঙচুর হয়ে যায় সভ্যতার উৎস মুখ
ছোট্ট জীবন, ছোট ছোট স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকে ওরা।

এতো আলোর নদী এজন্মে দেখে নি
রঙিন আতসবাজি, রঙমশাল উৎসব হয়ে যায়
শিল্পীর তুলির টানে মা দূর্গা অতুলনীয়া
বোধনের বাজনা মুখোরিত হলেই যেন সব দুঃখের অবসান।

           *******

রচনাকাল -
৯ই অক্টোবর ২০২৪