পুলি পিঠে মকর স্নান
পুণ্য করার লোভ
লক্ষ মানুষ মেলায় হাজির
আয়োজনে নেই ক্ষোভ!

কুয়াশা মেঘের লুকোচুরি
আকাশে ঘুড়ির খেলা
সব বয়সের মানুষ আসে
ঘুরবে সারা বেলা।

নলেন গুড় বরফি মোয়া
শীতের কাব্য কথা
পরিযায়ী পাখি হিমেল হাওয়া
হৃদয়ে গোপন ব্যথা।

বারো মাসে তেরো পার্বণ
বাঙালি পায় প্রাণ
শীত ফুরোলেই বসন্ত দিন
কোকিল গাইবে গান।

      *******

রচনাকাল -
১৫ই জানুয়ারি ২০২৫