হঠাৎ আকাশে জুটলো মেঘ
ঝমঝমিয়ে বৃষ্টি
ঝড়ের খেলায় মাতাল প্রকৃতি
লন্ডভন্ড সৃষ্টি।
টুপটাপ করে শব্দ ওঠে
উঠোন জুড়ে শিল
ফসল ক্ষতি শিলাবৃষ্টিতে
দুয়ারে দিও না খিল।
ঘড়ির কাঁটাতে দশটা দশ
আঁধারেতে উঠল ঝড়
বৃষ্টির সাথে শিলাবৃষ্টি
ভাঙলো কতো কুঁড়ে ঘর!
ঘন্টা খানেক পরেই দেখি
আকাশ জুড়ে তারা
কোথায় বৃষ্টি কোথায় মেঘ
মানুষ যাবে যে মারা!
কালবৈশাখীর মিললো দেখা
সেদিন চৈত্র মাস
মানুষ যতই অহং করুক
প্রকৃতির কাছেই দাস।
******
রচনাকাল -
১৭ই মার্চ ২০২৫