শিবের মাথায় জলটি ঢেলে
পূণ্যে সবার লোভ
রাত্তির থেকে লাইনে দাঁড়িয়ে
বাড়ছে যেন ক্ষোভ।
শিবরাত্রি শিবের পূজা
মন্দিরে মন্দিরে ভিড়
শান্তি সুখের চাইছে জীবন
একটু সুখের নীড়।
ভোলে বাবা তারকনাথ
অল্পেতেই তিনি তুষ্ট
ফুল বেলপাতা হলেই চলে
হয় না কখনও রুষ্ট।
শিব বাবাজীর নীরব হাসি
হৃদয়ে জোগায় শক্তি
লক্ষ কোটি ভক্ত হাজির
চাইছে সবাই মুক্তি।
ধূপ ধুনো ফুল বেলপাতা
শিবকে কাছে পাওয়া
উপবাসে পুণ্য মেলে
হৃদয় থেকে চাওয়া।
*****
রচনাকাল -
২৬শে ফেব্রুয়ারী ২০২৫
শিবরাত্রির দিন