শ্রাবণ শ্রাবণ বৃষ্টি প্লাবন
ভেবেই শুধু মরি
বৃষ্টি কোথায় মেঘ বা কোথায়
বল রে হরি হরি।

যেখানে মেঘ সেখানে বৃষ্টি
যেন শরৎকাল
চাষের জমি যায় শুকিয়ে
একি প্রকৃতির হাল!

মেঘ বালিকার কান্না গুলো
বিপথ গামী হয়
কৃষিকাজ কী থমকে যাবে
কৃষক পাচ্ছে ভয়!

আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
পঞ্জিকা মতে বলে
বর্ষাকালে হয় না বৃষ্টি
ইচ্ছে মতন চলে।

রোজ সকালে প্রণাম করে
দিনটা করি শুরু
রুক্ষ প্রকৃতি হয় না সদয়
প্রকৃতিকেই মানি গুরু।

       ******

রচনাকাল -
২০শে জুলাই ২০২৪