সিঁড়ি দিয়ে উপরে উঠতে চেয়েছি
কিন্তু উপরে ওঠা হয় নি -
সিঁড়ির ধাপে ধাপে অসুস্থ রাত্তির শুয়ে আছে
নীল অন্ধকারে হারিয়ে গেছি বারবার।

ছন্দের জীবন চেয়েছি -
কিন্তু ছন্দ কেটে গিয়ে অমানিশি গিলে খেয়েছে
সিঁড়ি ধরে উপরে উঠতে চায় সব্বাই
আমি ঠিকমতো সিঁড়ির দরজাই খুঁজে পেলাম না আজও...

কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে যেমন হয়
তেমনি অবস্থা আমার জন্যে বরাদ্দ
সিঁড়ি ভাঙতে ভাঙতে কান্না শুকিয়ে যায়
অর্ধমৃত জ্যোৎস্নায় খেলা করে নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ।

            *******

রচনাকাল -
২রা মে ২০২৪