স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে
আঁকছো তুমি ছবি
খাতার পাতায় আঁকিবুকি
দু'চোখ জুড়ে রবি।
রবি ঠাকুর ছড়া লেখেন
ছোট্ট শিশুর জন্য
ছড়ার সাথে ছবি আঁকা
হৃদয়টা নয় বন্য।
হাসি মুখে শিশুর সাথে
ছড়া মজার গান
শৈশব জুড়ে খুশির তুফান
মা বাবার অবদান।
হাতি ঘোড়া প্রজাপতি
রঙ বেরঙের ফুল
আঁকছে শিশু জীবন পাতায়
ধরবে না কেউ ভুল।
শৈশব হল ভোরের আলো
চাঁদপানা ঐ মুখ
বুকে জড়িয়ে রাখবো তোকে
মিলবে সকল সুখ।
*****
রচনাকাল -
১৯শে মার্চ ২০২৫