আমি কখনও ভোর দেখি নি
তোমরা কেউ আমাকে একটা ভোর দিতে পারো
ঘন কুয়াশায় ঢাকা জীবন জাহাজ
একটুও এগিয়ে যেতে পারি না।
ভোরের আকাশ জুড়ে সোনালী রোদ্দুর
হৃদয় দুয়ারে বসন্ত উঁকি মারে
তবুও ভোর দেখা হয় না
রঙহীন বসন্ত উৎসব চিরকাল তাড়া করে বেড়ায়।
বসন্ত আসে বসন্ত চলেও যায়
নতুন ভোর, পাখিদের উৎসব দেখা হয় না
আবার একটা পুনর্জন্ম চাই -
ভোরের আলোয় ঝলমল করে উঠুক সভ্যতার কাব্য।
******
রচনাকাল -
১০ই ফেব্রুয়ারী ২০২৫