ছুটতে ছুটতে হাঁপিয়ে যাবে
পাবে না কিছুই দেখা
ধূসর মেঘে ঢাকা জীবন
হল না কিছুই শেখা।
দিগন্ত জুড়ে কষ্টের নদী
ছুটছে আপন বেগে
হৃদয়ের চরে অসহায় চাঁদ
এখনও আছে যে জেগে।
নতজানু হয় মানুষের শির
কাটে না আঁধার রাত
অভুক্ত দিন হবে অবসান
জুটবে কী দু'মুঠো ভাত?
অভাগিনী মা দুয়ারে দাঁড়িয়ে
মুচছে চোখের জল
ভাঙনের গান থমকে দাঁড়ায়
নেই শরীরে বল।
এতো দুঃসময় কপালে লেখা
পায় না কখনও ভয়
মানুষ তবুও বিশ্বাস করে
সত্যের হবে জয়।
****
রচনাকাল -
১৩ ডিসেম্বর ২০২৩