শিরোনাম - শরৎ ঋতু ( অনুকাব্য )
*************************
শরৎ ঋতু দুয়ার এসে
দেবে এবার নাড়া
ঘাসের বুকে শিশির পড়ে
নীরবে জাগাবে সাড়া।
শিউলি গাছে আসবে কুঁড়ি
বসবে ফুলের মেলা
কাশের বনে হাসবে আকাশ
শিশুরা করবে খেলা।
******
শিরোনাম - আগমনী গান ( পঞ্চবান কাব্য )
*************************
শ্রাবণের দিন এবার হবে শেষ
ক্লান্ত মেঘ ফিরবে আপন দেশে
শৈশব দিন আসবে আবার ফিরে
আগমনী গান হাওয়ার তালে ভাসে
সুখ কুড়িয়ে হাসবো সারা জীবন।
******