শরতের মেঘ -
আকাশে যেন থমকে দাঁড়িয়ে আছে
ঘরে ফেরার ইচ্ছেই নেই
মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজিয়ে দেয় যৌবন।

পেঁজা তুলো মেঘগুলো যেন স্থবির
দিগন্তে কাশফুল খেলা করে -
হাসতে হাসতে শিউলি ফুল ঝরে যায়
আগামনীর প্রতিক্ষায় প্রহর গুনছে সব্বাই।

মা দূর্গা আসছেন মাটির পৃথিবীতে
ভোরের শিশিরে পুজোর পরশ লেগে আছে
জীবনটা এবার রঙিন ক্যানভাস হয়ে উঠবে
শরতের মেঘ যাক বা না যাক পুজোর উৎসবে মেতে উঠবে সব্বাই।

          *******

রচনাকাল -
৯ই সেপ্টেম্বর ২০২৪