সব্বাই সরলরেখার জীবন চায়
ঝুট ঝামেলাহীন জীবন
কিন্তু ক'জন মানুষ পায়?
দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় সব্বাইকে।

অনাহূত সুখ ঝুলন বারান্দায় বসে আছে
হৃদয়ের উপনদী বেঁকে গেছে গভীর সাগরে
সেখানে হাবুডুবু খেতে খেতে সব্বাই ক্রমশ ডুবে যাবে
মানুষ বসন্ত চায়, কিন্তু বসন্ত চাইলেই আসে না।

সরলরেখায় এপ্রান্ত থেকে ওপ্রান্ত দেখা যায়
জটিল জীবনে শুধুই কান্নার মিছিল -
মরা নদীতে জোয়ার এলেই ভেসে যাবে সবকিছু
তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়।

          ******

রচনাকাল -
১১ই ডিসেম্বর ২০২৪