মাটির উঠোনে শুয়ে আছে কাঙাল মেঘ
অভিমান করে চলে গেছে ভাঙা ভাঙা রোদ্দুর
শরৎকালের জীবাশ্ম পড়ে আছে অলৈকিক আঁধারে।

মাটির কুঁড়েতে অনাহূত মেঘ জমছে
শিউলি ফুলের গন্ধ মিশে যাচ্ছে কাশফুলের বুকের পাঁজরে
শিশির ভেজা পথ মাড়িয়ে আসছে মা জননী দূর্গা।

জীবনের পথ বেঁকে গেছে অন্ধকার গুহার মধ্যে
যেখানে আলো নেই বাতাস নেই -
বাঁকা চাঁদের অর্ধমৃত আলোয় সবই ঝাপসা লাগে।

কাঙাল মেঘের আড়ালে লুকিয়ে আছে শারদীয়ার কাব্য
যেখানে শুধুই আলোর রোশনাই ...
কান্না ভুলে গিয়ে সব্বাই উজান স্রোতে ভেসে চলেছে এক নতুন সভ্যতার আঙিনায়।

            ******

রচনাকাল -
০৩ অক্টোবর ২০২৩