দিনে দিনে শুকিয়ে যায় শরীর
সুস্থ পরিবেশ নষ্ট হয়ে গেছে
বেঁচে থাকার জন্যে মুক্ত আলো বাতাস কোথায়?

শুধুই কোলাহল ছাড়া কিচ্ছু নেই
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সপ্তর্ষিমন্ডলের আলো
আঁধারের বুক চিরে বেরিয়ে গেছে সেই আলোর দ্যুতি।

শরীরের দোষ দিয়ে লাভ নেই -
রক্ত মজ্জায় লুকিয়ে আছে ক্ষয় রোগের বিষ
বিকলাঙ্গ অংশে পচন ধরে গেছে।

শিশির ভেজা ভোরের মিষ্টি রোদ্দুর সহ্য হয় না
চোখের জ্যোতি ক্রমশ ঝাপসা হয়ে আসছে
সপ্তর্ষিমন্ডলের আলোয় বেঁচে থাকার পথ খুঁজছে সব্বাই।

            *******

রচনাকাল  -
২৮ অক্টোবর ২০২৩