কনকনে শীতে কাঁপছে হৃদয়ের উঠোন
নবান্ন উৎসবে সামিল দেশের মানুষ
পিঠের গন্ধ ছড়িয়ে পড়ছে সাঁঝবাতির আলোয়
নতুন চালের সুবাস ক'জন জানে ---

পৌষ সংক্রান্তি বাঙালির মননে গাঁথা
সাগরের জলে ডুব দিচ্ছে লক্ষ কোটি মানুষ
বিশ্বাস অবিশ্বাস নিয়েই সংক্রান্তির মহাকাব্য।

শীত উপেক্ষা করে সাগরের জলে স্নান করছে পুণ্যার্থী
সংক্রান্তির পিঠে পুলি নিয়ে হয় উৎসব
ধনী গরীবের ফারাক মুছে যায় এক লহমায়।

এক চিলতে রোদ্দুর উঁকি মারে ঘন কুয়াশার ফাঁক দিয়ে
নবান্নের পিঠে গুড় নিয়ে পসরা সাজিয়ে বসে মেলার মাঠে মাঠে
আকাশ জুড়ে রঙ বেরঙের ঘুড়ি সংক্রান্তির রূপ পাল্টে দেয়।

          *******

রচনাকাল - ১৪ জানুয়ারী ২০২৪