পায়ের নীচের শক্ত জমি
হারিয়ে গেছে কখন
সোনালী রোদ্দুর উঠবে আবার
মিলেমিশে থাকবো যখন।
ভাই ভাইতে রক্ত ক্ষরণ
প্রতিবেশী দেশ হাসে
হিংসা বিদ্বেষ বন্ধ করে
মানুষকে ভালোবাসে।
পৃথিবীর রঙ ক্রমশ ধূসর
সূর্যটা হচ্ছে কালো
তোদের মাথায় হাত বুলিয়ে
ওরাই করছে ভালো।
এক পৃথিবী হিংসা নিয়ে
হৃদয় হচ্ছে ভারী
শত্রুতা ভুলে থেকো পাশে
কোরো না মারামারি।
ভোরের শিশির পড়ছে গায়ে
সংক্ষিপ্ত এই জীবন
ভাই ভাইতে কেন রক্তারক্তি
এমনিতেও হবে মরণ।
*****
রচনাকাল -
১৮ অক্টোবর ২০২৩