সময় বয়ে যায় -
আজ কাল পরশু করতে করতেই
জোনাকির হাত ধরে হাঁটছি তো হাঁটছিই
জীবনের বাঁকে বাঁকে কষ্টের মিছিল।

বিষণ্ণ চাঁদ ডুবতে বসেছে
পৃথিবীর শামিয়ানার নীচে আর্তনাদ করছে সভ্যতা
নীল জোছনার খোঁজে মানুষ পাগলামি চিরকাল
সময় কারুর জন্যে অপেক্ষা করে না।

সময় বয়ে যায় -
আজ কাল পরশু আর আসে না
ছোট্ট জীবন, হিংসা বিদ্বেষে কাজ নেই
পৃথিবীতে এসেছি যখন একদিন চলে যেতেই হবে।

        ******

রচনাকাল -
২৩শে জুলাই ২০২৪