সমাধিস্থল কান্নার নদী হয়
আপনজনের আত্মা ঘুমিয়ে আছে
তবুও সমাধিস্থলে এলেই চোখে জল এসে যায়।

হৃদয় সমুদ্র উত্তাল -
নতজানু হয়ে প্রণাম করছে মানুষ
সমাধিস্থলে কাঁদতে নেই
পাথর চাপা বুকে এক আকাশ কান্না লেখা আছে।

চোখ মুছে তাকিয়ে দেখো ওরা ভালো আছে
মানুষ ভালো নেই একদমই -
অশান্ত ঘূর্ণির মতো দুর্বিসহ জীবন।

সমাধিস্থলে মায়াবী আলো ছড়িয়ে পড়েছে
আপনজন ঘুমোচ্ছে, মানুষের চোখে ঘুম নেই
মাঝ রাত্তির, সমাধিস্থল থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে।

          ******

রচনাকাল -
১০ই মে ২০২৪