ছেঁড়া জুতোটার অনেক জায়গায় সেলাই
তবুও পরতে বাধ্য হয় -
অন্য কোনো জুতো যে নেই।

জীবনটা যেন সেলাই করে চলছে
গেঞ্জি ফতুয়া লুঙ্গি সবেতেই সেলাই করা
সুখের বন্দর চিরকালই অধরা।

বিপন্ন নাবিকের মত উত্তাল জীবন
ভাঙাচোরা সংসারে সর্বদা সামাল সামাল রব
উত্তাল মাঝ সমুদ্রে বেঁচে থাকাটাই কঠিন।

বৃদ্ধ পুরুষ, সংসারের জোয়ালটা আজও টেনে চলেছে
ছেলেরা পরিবার নিয়ে আলাদা -
অসহায় বাবা মায়ের দেখভাল কে করবে?

               *****

রচনাকাল -
২১ নভেম্বর ২০২৩