হাঁটুতে জোর নেই -
ক্ষয় রোগ থেকে মুক্তি নেই
ক্রমশ ক্ষয়ে যাচ্ছে শরীরের হাড়
ভাঙচুর হয়ে যাচ্ছে মধ্যবিত্তের যৌবন।
আতস কাঁচের নীচে মানুষ -
শরীরের প্রতিটি শাখা প্রশাখায় ঘুন ধরেছে
হাবুডুবু খেতে খেতে ক্রমশ ডুবেই যায়
দুঃখকে লিখে রাখি কাব্যের পাতায়।
ঘরে ঘরে অভাব -
দারিদ্র্য থেকে মুক্তি নেই
মানুষের বুকের পাঁজরে বন্দী সভ্যতা
শাখা প্রশাখা জুড়ে ঘুণপোকার উৎসব।
******
রচনাকাল -
১লা অক্টোবর ২০২৪