এখনও তোমার ঠোঁটে শৈশবের ধারাপাত
জীবন যৌবন ঘর বাঁধে ভালোবাসার উপকূলে
পাখির ঠোঁটে নীল সমুদ্র খেলা করে।
জোনাকির সাথেও ঘর বাঁধতে চায় মানুষ
সারা রাত্তির আলো পাওয়ার আশায়
মানুষের বেঁচে থাকার জীবনী শক্তি কম।
পিঠের শিরদাঁড়ার ব্যথাটা কমে না কখনও
তবুও ভালোবাসার সমুদ্রে অবগাহন করতে চায় সব্বাই
নীল নদের স্রোতে হৃদয় উপকূল পরিপূর্ণ হয়ে যায়।
শৈশবের ধারাপাত বেঁচে থাকে বলে মানুষ আজও ঘর বাঁধে
ঝড় আসে জীবনে, ঝড় থেমেও যায় -
নীরব অভিমানগুলো ভাসিয়ে দিতে চাই অদ্ভুত আঁধারে।
*****
রচনাকাল - ৮ জানুয়ারী ২০২৩