স্কুলে যেতে ইচ্ছে করে
হয় না স্কুলে যাওয়া
সকাল বিকেল বাসন মাজা
পাই না সময়ে খাওয়া।

দেরি হলেই গিন্নি মা
চিল্লায় হেভি জোর
ক বাড়িতে করিস কাজ
কাটে না ঘুমের ঘোর।

ছোট্ট বয়স এই মেয়েটা
একটা কথা বলি
না না বাবা কাজ আছে
এখন আমি চলি।

স্কুলে যাবি, বই দেবো
পোশাক কলম খাতা
বৃষ্টি বেলায় দেবো কিনে
নতুন একটা ছাতা।

ঐ দেখা যায় স্কুলের ঘর
সামনে খেলার মাঠ
স্কুলের পোশাক বইয়ের গন্ধ
কোথায় সহজপাঠ!

        *****

রচনাকাল  -
১৪ই জুলাই ২০২৪