আলোর পথিক হয়ে ট্রেনেতে এসেছিলে
আপনি দেখান  নতুন পথের দিশা
সম্পর্কের  এক  নব  সমীকরণ
ভালোবাসায় ঘেরা ট্রেন সফর
একে অপরের আস্থাভাজন
দীর্ঘ   বছরের   সহযাত্রী
নেই কোনো অহংকার।
ট্রেন আসে ট্রেন যাবে
জীবন থেমে  নেই
ছুটছি  সবাই
যন্ত্রের মত
ভুলব না
তোমায়
বাপী
দা।

    *****

রচনা কাল -
৩১ জানুয়ারী ২০২৪