ঘন কুয়াশা
উত্তাপ গিলে খাবে
ধীর গতিতে।

ঘুরছে পাখা
ঘেমে যাচ্ছে শরীর
শান্তি কোথায়?

চৈত্রের দিন
কালবৈশাখী ঝড়
দেখতে পাবে।

ঝর্ণার জল
আকালের সন্ধানে
শুকিয়ে কাঠ।

বসন্ত দিন
সেদিন চৈত্র মাস
উঠবে ঝড়।

   ****

রচনাকাল -
১৬ই মার্চ ২০২৪