জোনাকির কোলাহল ফসলের মাঠ থেকে ভেসে আসে
ঠান্ডা হাওয়ার সাথে মিশে যায় রংচটা শরীর
অগ্রহায়ণের প্রহর শেষের মায়াবী রাত -
চরাচরে ছড়িয়ে পড়ছে সাদা আবিরের কুয়াশা।
মেঠো পথ এঁকেবেঁকে চলে গেছে অচিন দিগন্তে
জোছনার আলো ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয় আঁধার বলয়
রঙচটা শরীরের ক্ষত কেউ দেখতে পায় না
অমানিশার মধ্যেও খুঁজে বেড়ায় আলোর রথ।
শীত বাড়ছে, শীর্ণ জীর্ণ রোগগ্রস্ত উপত্যকা
ধ্বস নামবে যে কোনো সময় ---
তবুও বাঁচতে ইচ্ছে করে সব কাঁপন উপেক্ষা করে
অগ্রহায়ণের আলো চিরকাল ছুঁয়ে থাকুক হৃদয়ের বালুচরে।
*******
রচনাকাল -
১৫ ডিসেম্বর ২০২৩