ঘাসের বুকে শিশির বিন্দু করে কলতান
ভোরের হাওয়ায় মিশে যায় অভিমান
জীবন যৌবন নিয়ে ঘর বাঁধে সোহাগী ভালোবাসা।

মুক্ত ডানায় উড়ে বেড়ায় পাখির দল
কোকিলের ডাকে ভোর হয় প্রতিদিন
ফুলের গন্ধ খেলা করে হৃদয়ের বারান্দায়।

সবুজ মাঠের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে মানুষ
দখিনা হাওয়ায় সাথে মিশে যায় রংচটা শরীরের ক্ষত
কান্না ভেজা মাটির উঠোনে সবাই শুয়ে আছে।

নীল রাত্তির ভেঙে ভেঙে জ্যোৎস্না নামে
প্রকৃতির বুকে ছন্নছাড়া সংসার -
তবুও সব্বাই ফাগুন বেলার গান গাইছে হাসি মুখে।

             ******

রচনাকাল -
১৭ ফেব্রুয়ারী ২০২৪