শ্রাবণের মেঘে বৃষ্টি নেমেছে
মাঠে নাঙল গরু
ভিজছে কৃষক ভিজছে সবুজ
ভেবো না প্রকৃতি মরু।

কৃষক লেখে সবুজ কাব্য
বৃষ্টিকে ভাবে বন্ধু
ভিজতে ভিজতে কাব্য করে
হৃদয় ওদের সিন্ধু।

মরা নদীতে এসেছে জোয়ার
উধাও দুঃখ ব্যথা
বোবা জমিনও উচ্ছাসে মাতে
ফোঁটে কতো না কথা।

কৃষকের হাতে ফসলের চাবি
আর পাবে না কেউ
স্রোতের বিপক্ষে কৃষক লড়ে
আসুক হাজার ঢেউ।

পূর্ণিমা চাঁদ নীল জোছনা
ঘরেতে আসবে ধান
লড়াইয়ের নাম নতুন প্রভাত
ভুলে যাও অভিমান।

      *****

রচনাকাল -
২৪শে জুলাই ২০২৪