রঙচটা দেওয়ালে বিধাতার ছবি
সে ছবিও বর্ণহীন -
তবুও প্রতিদিন প্রণাম করে গরীবের দল
যদি কোনোদিন চোখ মেলে দেখে
দারিদ্র্যের শত ছিন্ন চেহারা কেমন!
হতাশা গিলে খাচ্ছে সর্বদা -
শরীরের উত্তাপ খুঁজে পায় না কেউই
ঝলসানো চাঁদের আলোর ম্রিয়মান জীবন
বিবর্ণ বিধাতার দীর্ঘশ্বাস শোনা যায়
শীতের দিনে খোলা আকাশের নীচে সভ্যতার গল্প করে
হৃদয় ভাঙছে নীরবে সব্বাই তবু কেমন চুপচাপ।
******
রচনাকাল -
২৭শে ডিসেম্বর ২০২৪