বুকের বাম দিকে চিনচিনে ব্যথা
মাঝে মাঝে অনুভব করি -
পরিশ্রমে ক্লান্ত হৃদয়ের উপতট
তবুও লড়াইটা চালিয়ে যেতেই হয় বাঁচার জন্য।
পরিবার বেড়ে গেছে অনেকটাই
বাবা মা সন্তান সব্বাই আছি একসাথে
ঝড় ঝাপটা সামলে এখনও ভালোবাসার উপকূল পরিপূর্ণ
মিটিমিটি আলোতেও বাঁচার মন্ত্র জপ করি।
অভাব আছে কিন্তু কারুর মুখোশ নেই
অনাগত সুখ চিরকাল অধরা -
হেমন্তের মায়াবী চাঁদ গরীবের উঠোনে খেলা করে
সভ্যতা লিখছে একসাথে বেঁচে থাকার আনন্দই আলাদা।
*******
রচনাকাল -
১৩ই নভেম্বর ২০২৪