সরল মানুষ সরল জীবন
সরলরেখায় হাঁটা
তবুও কেন চলতে গেলে
পায়ে ফুটবে কাঁটা।

রক্ত ধরে দু পা দিয়ে
শরীরে ঝরছে ঘাম
সরল মানুষ সাদাসিধে মন
নেই তাদেরই দাম।

গরীব বলে করো অপমান
কখনও বা মারো চড়
শতাব্দীর হাতে সভ্যতার মশাল
সভ্যরা খাবে কী খড়?

পথের দু'ধারে লক্ষ মানুষ
এখনও ঘুমায় রোজ
সভ্য সমাজ উদার হাসে
নেয় না কখনও খোঁজ!

শীতের আকাশে পড়ছে হিম
শিশিরেই ভেজে কাঁথা
সহজ সরল মাটির মানুষের
কোথায় ঢাকবে মাথা!

        *****

রচনাকাল -
৩রা জানুয়ারী ২০২৫