এ
ঝড়
থামবে
কোনোদিন
কেউ জানে না
ঘরে ঘরে কান্না
বেসামাল জীবন
মান সম্মান ধুলোতে
কান্না যেন বাঁধন হারা।
দোষী নির্দোষী সবাই এক
এই কী সভ্য দেশের বিচার?
শিক্ষা জগৎ চোখের জলে ভেজা
অসুস্থ রোদ্দুরে মিছিল করে শিক্ষা
কিছু অ-মানুষ শিক্ষাকে করেছে পণ্য
ঘন কুয়াশায় ঢাকা সভ্যতার অসুখ।
*****
রচনাকাল -
৬ই এপ্রিল ২০২৫