শিরোনাম - সত্য
*********************
সত্য কভু যায় না চাপা
এটাই আসল সত্য
সত্যি কথা চাপতে গিয়ে
সভ্যতা হয় ব্রাত্য।
নষ্ট সময় হাতছানি দেয়
ভুলেই ভরা পথ
মিছিল মানুষ গর্জে ওঠে
থামবে বিজয় রথ?
*****
শিরোনাম - অন্ধ সুখ
*********************
বৃষ্টি নেমেছে হৃদয় উঠোনে
যৌবনে এসেছে বান
অন্ধ সুখে ফাগুন বেলায়
গাইছি খুশির গান।
ওষ্ঠের নদী উথালপাথাল
বৃষ্টি ভেজা রাত
সোহাগ নদী ছুটছে বেগে
ভালোবাসায় নেই জাত।
******
রচনাকাল -
১৪ই সেপ্টেম্বর ২০২৪