একটু একটু করে সরে যাচ্ছে নীল মেঘ
জীবনটা রংমশাল ভেবেছিলাম
কিন্তু বারুদ কোথায়?
যুদ্ধ বিধ্বস্ত দেশ
ধ্বংস হচ্ছে বহুতল, জনজীবন ...
যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে সভ্যতা।
মানুষের শরীরে বারুদ কোথায়
অন্ধ কূপের মধ্যে বন্দী জীবন
দিশাহীন মানুষ খুঁজে পায় না বাঁচার ঠিকানা।
ভূমিকম্পে কেঁপে উঠছে একটা দেশ
সেখানে জীবন যেন খোলামকুচি -
হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে অলৈকিক আঁধারে।
রংমশালের রঙ ক্রমশ বিবর্ণ হয়ে যায় -
যুদ্ধ ভূমিকম্প ঝড় সামলে মানুষ আবার ঘুরে দাঁড়াবে
স্বপ্নের রংমশাল খুঁজতে খুঁজতে একদিন হয়তো সত্যিই রংমশালের সন্ধান পাবে।
*****
রচনাকাল -
১১ অক্টোবর ২০২৩