বুঝতে পারি না রৌদ্রের ভাষা -
প্রচন্ড তাপে শুকিয়ে যায় হাসির সমুদ্র
বড্ড কষ্ট হয় তীব্র দহনে পুড়ে যায় হৃদয়ের মাঠ
চোখ দুটো ঝলসে যাচ্ছে পোড়া রৌদ্রের তাপে।

বৃষ্টি ভেজা রোদ্দুরকে কৃষক ভয় পায় না
তেষ্টায় ছাতি ফেটে যায় তবুও অনাবাদী জমিতেই পড়ে থাকে
ফসল চাই ফসল -
মাটির বুক থেকে খুঁজে আনে ফলসের সুগন্ধি।

ভাষায় লেখা আছে কষ্টের ইতিবৃত্ত
ঘাম রক্ত হয়ে যায় নিজেদের অজান্তেই
তবুও হুঁশ নেই কারুরই -
মাটি থেকে উঠে আসছে আগুন আখ্যানের অলিখিত কাব্য।

           *******

রচনাকাল -
২৩শে মার্চ ২০২৪