কাঁচের ভিতর রঙিন মাছ
কতো না তাদের সুখ
নেই দুঃখ নেই কষ্ট
নেই তো কোনো ভুখ।

ঠিক সময়ে খাবার পায়
যত্নে প্রতিপালন
মানুষের মতো নেই কষ্ট
বলছে ফকির লালন।

উলঙ্গ শিশু মাটিতে ঘুমায়
দু'চোখে কান্নার দাগ
রঙিন মাছের রঙিন জীবন
নেই অভিমান রাগ।

রঙিন মাছ জানো না তোমরা
শিশুদের হয় না যত্ন
হারিয়ে যাচ্ছে শৈশবের ভোর
হতে পারে ওরাও রত্ন।

সুখের হদিস দিতে পারো
ফুটুক হাসি মুখে
পেট ভরে ওরা পায় না খেতে
শিশুরা থাকবে সুখে?

      ******

রচনাকাল -
১৮ ই জুন ২০২৪