শিরোনাম - রঙিন ভুবন
****************
ঘুম ভেঙে যায় কোকিলের ডাকে
শিমুল পলাশ ডালের ফাঁকে ফাঁকে
রঙিন ভুবন অপরূপ এতো সুন্দর
হৃদয়ে থাকুক রঙিন এই বন্দর
প্রকৃতির শোভা বসন্তের বাঁকে বাঁকে।
*****
শিরোনাম - রক্তচক্ষু
****************
অপরাধ করে যারা পার পায়
সভ্য সমাজের নিতেই হবে দায়
আইনের ফাঁক দিয়ে যায় গলে
পাঁকাল মাছের মতো ওরা চলে
রক্তচক্ষু দেখায় ছলে বলে কৌশলে।
********