রেমাল ঝড়ে সব তছনছ
সাথে তুমুল বৃষ্টি
ফসলের মাঠ ভাসছে জলে
আর হবে কী সৃষ্টি?

প্রতি বছর মে মাস মানেই
ধ্বংসের আর এক রূপ
প্রকৃতি যেন খেপে ওঠে
জীবন অন্ধকূপ।

আঁধার নামে দিনের বেলায়
চলে ঝড়ের খেলা
ফসল নষ্ট জীবন হানি
ডুবছে কতো জেলা!

ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি
মরা নদীও হাসে
বাঁধে ফাটল ঢুকছে জল
গ্রাম শহরও ভাসে।

সুখের জীবন এক নিমেষে
নিলো সবই কেড়ে
ঝড় আসবে ঝড়ও যাবে
কাউকে দেবে না ছেড়ে।

         *******

রচনাকাল -
২৬শে মে ২০২৪
// রেমাল ঝড়ের দিন //